নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে এবং গ্যাস, বিদ্যুৎ ও পানির দাম বৃদ্ধির পদক্ষেপ বন্ধে বাম গণতান্ত্রিক জোটের ডাকা অর্ধদিবস হরতালের তেমন প্রভাব পড়েনি জয়পুরহাটে।
সোমবার (২৮ মার্চ) সকাল থেকে শহরের ছোট যানবাহন, বাস স্বাভাবিকভাবেই চলছে। জয়পুরহাট কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে শিডিউল অনুযায়ী সব বাস ছেড়ে গেছে। স্বাভাবিক রয়েছে ছোট ছোট যানবাহনও।
সরেজমিনে গিয়ে দেখা যায়, সকালে জয়পুরহাট থেকে দূরপাল্লার গাড়িসহ অভ্যন্তরীণ সকল রুটেই যানবাহন চলাচল করছে। অপরদিকে অফিস আদালত, ব্যবসা প্রতিষ্ঠানও ছিল অন্যান্য দিনের মতো খোলা।
শহরের জিরো পয়েন্ট এলাকায় সোমবার সকাল থেকে বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) জয়পুরহাট জেলা শাখার আহবায়ক ওয়াজেদ পারভেজ, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি বদিউজ্জামান বদি, সাবেক সাধারণ সম্পাদক এমএ রশিদ, জেলা বাসদ সদস্য উৎপল দেবনাথ, জেলা কমিউনিস্ট লীগের আহবায়ক মাহামুদুর রহমান সহ নেতা-কর্মীরা অবস্থান নেন। সেখান থেকে তারা বিক্ষোভ মিছিল করেন।
জয়পুরহাট জেলা শাখার আহবায়ক ওয়াজেদ পারভেজ বলেন, “সাধারণ মানুষ সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ডাকা হরতাল সমর্থন করছে।”